KYNREM FALLS!

লিখেছেনঃ ফাহাদ ইন্তেখাব জর্দান

এই ঝরনাটি এতটাই উচুঁ আর বিশাল যে কারনে উচ্চতার দিক থেকে এর অবস্থান সমগ্র ভারতে সপ্তম। তবে শুধু উচ্চতা দিয়ে এই ঝরনাটির বিশালতা আর সৌন্দর্য্য প্রকাশ করা সম্ভব নয়

এটি চেরাপুঞ্জি থেকে মাত্র ১৭ কিঃ মিঃ দূরে East Khasi Hills এলাকায় অবস্থিত। সম্পূর্ণ ঝরনাটি ৩ টি স্তরে বয়ে চলেছে। এর উচ্চতা প্রায় ১০০১ ফুটচেরাপুঞ্জির সর্বাধিক পরিচিত Seven sisters Falls থেকে এর দূরত্ব মাত্র ১৩ কিঃ মিঃ। তবে Seven sisters falls থেকে এখানে যাওয়ার রাস্তাটা যথেষ্ট এবড়ো থেবড়ো। তাই সহজে এইখানে কোন ট্যাক্সি ড্রাইভার যেতে চায় না। এই ঝরনাটি যদিও আমাদের ভ্রমনপরিকল্পনায় ছিল না। অনেকটা বোনাস হিসেবেই এখানে যাওয়ার প্লান করা। চেরাপুঞ্জি যখন পৌছাই তখনও জানা ছিল না ৭ দিন ধরে এখানে মুষুলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রকোপে বাহিরে বের হওয়াটাই দায়। বৃষ্টি কিছুটা কমলে অনেকটা উদ্দেশ্যেহীনভাবে বেরিয়ে পড়া। ভাগ্যক্রমে স্থানীয় একজন ড্রাইভার পাওয়ায় ২য় বারের চেষ্টায় এখানে যাওয়ার সুযোগ হয়। তবে বর্ষায় এটা এতটা উন্মত্ত রুপ ধারন করে যার কারনে ঝরনা থেকে অনেকটা দূরে দাঁড়িয়েও ভিজে যাওয়া লাগে এর বিশাল জলরাশির পাথরে আছঁড়ে পড়ার কারনে। এর উপরের প্রান্ত প্রায়ই মেঘে ঢাকা থাকে দেখতে মনে হয় আাকাশ থেকে সরাসরি মেঘ পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ছে এবং কাছাকাছি আারও কয়েকটি ঝরনা গড়িয়ে পড়ায় অসাধারণ পরিবেশ সৃষ্টি করে যা মূলত বর্ষাকালেই সবচেয়ে বেশি দেখা যায়

যাওয়া আাসাঃ 
ঢাকা থেকে (বাস নন এসি) – ৪৭০ট – সিলেট
সিলেট (বাস) – তামাবিল – ৬০ট/ CNG – ৯০০- ১০০০ট
তামাবিল- ডাউকি – হেঁটেই যাওয়া যায়
ডাউকি- চেরাপুঞ্জি- ( ট্যাক্সি) – ২০০০ রূপি
চেরাপুঞ্জি- Kynrem falls ( ট্যাক্সি) -চেরাপুঞ্জি ১৫০০ রূপি (আাসা যাওয়া)

থাকাঃ
চেরাপুঞ্জিতে প্রচুর হোটেল, রির্সোট এবং Homestay আাছে। খরচ পড়বে ১৫০০- ৩৫০০ রূপি

খাওয়া দাওয়াঃ
১২০-২০০ রূপিতেই দুপুরের/ রাতের খাবার হয়ে যাবে

ভিডিও ধারণকালঃ ১০ জুন ২০১৯

নোট: 
১. ইন্ডিয়ান ভিসা ডাউকি দিয়ে পোর্ট অফ এন্ট্রি লাগবে
২.ট্রাভেল টেক্স ৫০০ টাকা সোনালি ব্যাংকে জমা দিতে হয়
৩. যেখানেই যান অপ্রয়োজনীয় দ্রব্য সঠিকস্থানে ফেলুন

Related Posts


Recent Posts


Categories


Tags