পাহাড়, মেঘ আর অগনিত ঝরনার সৌন্দর্য্য একসাথে অবলোকনের জন্য ঘুরে আসুন ভারতের মেঘালয়

লিখেছেনঃ ফাহাদ ইন্তেখাব জর্দান

পাহাড়, মেঘ আর অগনিত ঝরনার সৌন্দর্য্য একসাথে অবলোকনের জন্য ভারতের মেঘালয়কে বেঁছে নিতে পারেন নির্দীদায় যেখানে সারাদিনই চলে পাহাড় আর মেঘের মধ্যে লুকোচুরি।আর যারা ঝরনা ভালবাসেন তাদের জন্য এটা যেন একটা ঝরনার খনি। মেঘালয়ে কত শত ঝরনা আছে তার কোন ইয়ত্তা নেই। তার মধ্যে অনিন্দ্য সুন্দর একটি ঝরনা হচ্ছে Phe Phe falls

Phe Phe falls: এটি মেঘালয়ের West Jaintia hills এলাকার Jowai রোডে অবস্থিত। সিলেটের তামাবিল সীমান্ত থেকে মাত্র ৪০ কিঃ মিঃ দূরে এর অবস্থান। Thlu amwi falls আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়ে পাহাড়ের গাঁ বেয়ে একসময় এই অসাধারণ ঝরনাটি তৈরি করেছে। বর্ষার শুরুতে গিয়েও এর তীব্র পানিপ্রবাহ আর সচ্ছ নীলাভ সবুজ জলরাশি সত্যি মুগ্ধ করেছে। আর বর্ষার্ শেষে এর পানিপ্রবাহ আস্তে আস্তে কমতে কমতে সর্ম্পূণ Tourquise কালার ধারন করে। এই অঞ্চলে অধিক পরিচিত Krang suri falls থেকে এটি মাত্র ১২ কিঃ মিঃ দূরে অবস্থিত। স্থানীয়ভাবে একে Lahoo falls নামেও ডাকা হয়। উচ্চতায় আনুমানিক প্রায় ২১৭ ফুট

ডাউকি থেকে আমলারেম (Amlarem) হয়ে Jowai রোডের Paradise Adventure camp এলাকায় আসতে হয়। এখান থেকে ৪০-৫০ মিনিট ট্রেকিং করলে দেখা মিলবে এই সুন্দরীর। তবে সাথে গাইড নিয়ে নেয়া প্রয়োজন। Paradise Adventure camp থেকে চাইলে গাইড নিতে পারবেন। খরচ পড়বে মাথাপিছু ২০০ রূপি। ভ্রমণসঙ্গী বেশি হলে আগে থেকে গাইড খরচ ঠিক করে নেওয়া ভাল। আমরা গাইডকে ৫০০ রূপি দিয়েছিলাম

যাওয়ার পথে সারি সারি পাইন গাছ, বয়ে চলা ঝিরিপথ, সবুজ ঘাসের বিস্তীর্ন ভূমি মুগ্ধ করার মত। আরও আছে মাটির নিচে কয়লার মত ভূতাত্তিক সম্পদ যা ধারনা করা হয় লক্ষ বছরের বিবর্তনে তৈরি হয়েছে বিভিন্ন গাছপালা মাটিচাপা পড়ে। ঝিরিপথ ধরে এগোতে থাকলে এক সময় ঝরনার Upperstream এ দেখা মিলবে বোনাস হিসাবে আরও একটি ঝরনা যা দুটি ধারায় প্রবাহিত। এটি দেখা শেষে এবার মূল গন্তব্যে এগিয়ে যাওয়ার পালা। তবে তার আগে পাড়ি দিতে খুবই খাড়া আর ঢালু একটি পাহাড়। অবশেষে যখন এই মায়াবিনীর দেখা মিলবে তা নিশ্চিতভাবে প্রান জুড়াবে এর উন্মত্ত ভয়ংকর সৌন্দর্য্যে। সচ্ছ পানির প্রবাহ পাথরে আছঁড়ে পড়ে অনেক দূর পর্যন্ত ভিজিয়ে দিতে সক্ষম। এর সামনে অনেকটা অংশ জুড়ে সচ্ছ সমতল প্রবাহ প্রাকৃতিক swimming pool এর আবহ তৈরি করেছে। চাইলে লাইফ জ্যাকেট নিয়ে আসা যায় Paradise Adventure camp থেকে জলে গাঁ ভাসাতে ।তবে পানি যথেষ্ট শীতল। এখানে চাইলেই একটি বেলা অনায়াসে কাটিয়ে দেওয়া যায় এর সৌন্দর্য অবলোকন করতে করতে

যাওয়া আাসাঃ 
ঢাকা থেকে (বাস নন এসি) – ৪৭০টাকা – সিলেট/ এসি বাস – ৯৫০ টাকা
সিলেট (বাস) – তামাবিল – ৬০ট/ CNG – ৯০০- ১০০০টাকা
তামাবিল- ডাউকি – হেঁটেই যাওয়া যায়
ডাউকি- জোয়াই (Jowai) – ১০০০ – ১৫০০ রূপি

ভিডিও ধারণকালঃ ৭ জুন ২০১৯

মেঘালয়ে চোখে পড়ার মত যে ব্যাপারটা তা হচ্ছে এখানকার পরিচ্ছন্নতা। চিপসের প্যাকেট কিংবা বিস্কুটের প্যাকেট খুঁজে পেতেও মাইলের পর মাইল হাঁটতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা যেন এখানকার জীবনযাত্রারই অংশ। প্রতিটি দোকানেই প্রাকৃতিক উপাধানে তৈরি ঝুড়ি ব্যবহার করা হয়। আমরা চাইলেই পারি আমাদের চারপাশ পরিষ্কার রাখতে। শুধু প্রয়োজন সেই মানসিকতা যেন নিজেদের কারনে পরিবেশ দূষিত না হয়

>>>>ভ্রমন হোক নিরাপদ এবং সাচ্ছন্দ্যময়<<<

দেখুন ৯০০ টাকায় ৫ জন আরামে কিভাবে খাবেন? @ কাচ্চি ভাই বিরিয়ানি | Kacchi Bhai in Bashundhara R/A | Best Biryani in Dhaka
আরো পড়ুন ঃ এক নজরে শ্রীমঙ্গল ট্যুর II BEST OF SREEMANGAL ON A SINGLE DAY

Related Posts


Recent Posts


Categories


Tags