Akash Rahman
Akash

reviewed Benzene Ring Society
April 3, 2020

5.00
মহাবিশ্বের গাঠনিক অবস্থা
মহাবিশ্বের মূল গাঠনিক উপাদান হলো গ্যালাক্সি।একটি গ্যালাক্সিতে সাধারণত একশো বিলিয়ন নক্ষত্র থাকে।যেমন- সূর্য একটি নক্ষত্র।এরকমই একটি মিল্কিওয়ে গ্যালাক্সিতে আমাদের পৃথিবী নামক গ্রহটি অবস্থিত।আসলেই গ্যালাক্সিগুলো পরস্পর থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব প্রসারিত হচ্ছে।এ কারণেই অনুমান করা হয়, গ্যালাক্সিগুলো নিশ্চয়ই কোনো এক সময়ে একত্রিত অবস্থায় ছিল।তাই বিগ ব্যাং-এর পরপরই মহাবিশ্ব কেমন ছিল তাড়িতচৌম্বক তরঙ্গের আচরণ থেকে তার কোনো তথ্য হাসিল করা সম্ভব নয়।কিন্তু মহাকর্ষ তরঙ্গের ক্ষেত্রে এ ধরণের কোনো সমস্যা নেই, কারণ মহাবিশ্বের একেবারে শুরুতে উচ্চ ঘনত্ব যেমন এই তরঙ্গকে আটকে রাখতে পারেনি তেমনি ব্ল্যাকহোলের উচ্চ ঘনত্বেও এই তরঙ্গ আটকা পড়ে থাকবে না।প্রকৃতপক্ষে মহাকর্ষীয় তরঙ্গ অনুপ্রস্থ বা অনুদৈর্ঘ্য কোনো তরঙ্গই না।এটিকে বলা হয়, কোয়াড্রুপল ওয়েভ।
Akash Rahman
Akash

reviewed Benzene Ring Society
April 2, 2020

5.00
চার্লস ডারউইন
প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইন প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন।একজন ভূতাত্ত্বিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন তিনি তখনই যখন বিগলে তার পাঁচ বছরের যাত্রা সম্পন্ন হয়।তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে আন্দিজ পর্বতাঞ্চল, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জসহ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া পরিভ্রমণ করে, কেপটাউন, সেন্ট হেলেনা হয়ে 1836-র 2রা অক্টোবর ফলমাউথ বন্দরে বিগলে ফিরে আসেন।পৃথিবীর গহীন এসব অঞ্চল থেকে জীবাশ্ম, পাথর, কীটপতঙ্গ, জীবজন্তুর হাড়, উদ্ভিদ, মথ, প্রজাপতি, শামুক ইত্যাদি নিয়ে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেন।তিনি প্রমাণ করেন, জগতের অগণ্য জীবজন্তু, কীটপতঙ্গ তথা সব জৈব ও অজৈব সত্তা এক সহজ-সরল আদিম অবস্থা থেকে ক্রমবিকশিত হয়ে চলেছে বিরামহীনভাবে।যে পৃথিবীতে আমরা আজ বসবাস করছি লক্ষ-কোটি বছর পূর্বে সত্যিকার অর্থেই তা ছিল ভিন্নতর।