Shikder ambulance

5.00 4 Reviews
Malibagh Road, Malibagh, Dhaka, Dhaka, Bangladesh.
Your Review and Rating Matters!

About

Shikder ambulance

Shikder Ambulance Service

এসি এ্যাম্বুলেন্সঃ
এসি এ্যাম্বুলেন্সে সাধারনত রোগী বা লাশের সাথে ৭/৮ জন লোক যাওয়ার সুযোগ আছে। নন-এসি এ্যাম্বুলেন্সের তুলনায় এসি এ্যাম্বুলেন্সের মান ভাল হয়। গরমের সময় এসি ব্যবাহারের সুবিধা যাতে সাধারন মানুষ ভাল থাকে এবং রোগী ও লাশের জন্য খুব ভাল।

নন-এসি এ্যাম্বুলেন্সঃ
নন-এসি এ্যাম্বুলেন্সে সাধারনত রোগী বা লাশের সাথে ৭/৮ জন লোক যাওয়া যাবে তবে এসি ব্যবহার করার সুযোগ নেই। নন-এসি এ্যাম্বুলেন্স এসি গাড়ীর মতই বাকি সুবিধা সমূহ উপভোগ করতে পারবেন। নন-এসি গাড়ীর ভাড়া এসি গাড়ীর তুলনায় সামান্য কিছু টাকা কম হয়।

লাশবাহী ফ্রিজার ভ্যান ও এ্যাম্বুলেন্সঃ
লাশবাহী ফ্রিজার ভ্যান বা এ্যাম্বুলেন্স সাধারনত লাশ বেশি দুরদুরন্তে পরিবহন এবং বেশি সময় সংরক্ষনের জন্য ব্যবহার করা হয়। লাশ পরিবহনে ফ্রিজার ভ্যান ব্যবহার করলে লাশের কোন প্রকার ক্ষতি হয় না। তাই বিদেশ হতে আগাত লাশের জন্য ফ্রিজার গাড়ী ভাল।

লাশবাহী ফ্রিজার গাড়ীর সাথে ২ জন লোক যাওয়ার ব্যবস্থা আছে। আমাদের রয়েছে উন্নত মানের জাপানের ডায়না ফ্রিজার ভ্যান ও এ্যাম্বুলেন্স।

লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স - Life support Icu:
Life support Icu ambulance প্রধানত অনেক বেশি অসুস্থ রোগী পরিবহনের জন্য দেওয়া হয়। Icu এ্যাম্বুলেন্সে ডাক্তার ও ব্রাদার থাকে তারা সবসময় রোগীর দেখা শোনা ও সেবায় নিয়োজিত থাববেন।

ঢাকা শহরের যেকোন স্থানে Icu ambulance সার্বিস সব সময় দেওয়া হয়। ঢাকার বাহিরে রোগী নেওয়া অথবা ঢাকার বাহির হতে রোগী ঢাকায় আনার জন্যও আমরা এ্যাম্বুলেন্স দিয়ে থাকি। ২৪ ঘন্টা আমাদের সার্বিস দেওয়া হয়। যেকোন মুহুর্তে প্রয়োজনে কল করুন।

Images