- বাংলা
- |
- Business Dashboard
- |
- For Companies
- |
- Blog
- |
bengali@bbc.co.uk
Industry: Entertainment & Media
Category: Radio Station
Similar Businesses Website
About
বিবিসি রেডিও থেকে বাংলা সম্প্রচারের শুরু ১১ই অক্টোবর, ১৯৪১।
গোড়াতে সপ্তাহে ১৫ মিনিটের অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অধীন বাংলা বিভাগ থেকে এখন প্রতিদিন মোট দু‘ঘন্টার অনুষ্ঠান প্রচারিত হয়। বাংলা বিভাগ থেকে প্রচারিত সংবাদ ও সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠানের উন্নত মান ও বিশ্বাসযোগ্যতার সাক্ষী বাংলাদেশ ও ভারত মিলিয়ে প্রায় ৭৩ লক্ষ শ্রোতা। এছাড়াও মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আমেরিকা এবং ইওরোপের বহু শ্রোতা এখন ইন্টারনেটের মাধ্যমে বিবিসির বাংলা অনুষ্ঠান শোনেন।
বিবিসি বাংলা বিভাগের চারটি অধিবেশনে প্রতিদিন থাকে মূলত সংবাদ নির্ভর অনুষ্ঠান এবং খেলাধূলার খবর। থাকে নানা ধরনের ম্যাগাজিন এবং সংবাদপত্রের পর্যালোচনা। এছাড়াও থাকে শ্রোতাদের চিঠিপত্রের আয়োজন এবং তাদের মতামতের ভিত্তিতে বিতর্ক ও লাইভ ফোন-ইন অনুষ্ঠান।
বিবিসি বাংলা বিভাগের কর্মকান্ড পরিচালিত হয় লন্ডনে নিউ ব্রডকাস্টিং হাউজের সদর দপ্তর থেকে। ঢাকা, দিল্লি এবং কলকাতায় আমাদের নিজস্ব ব্যুরোতে কর্মরত সংবাদদাতারা ছাড়াও লন্ডনে বিবিসি অফিসে কাজ করছেন একদল সাংবাদিক/প্রযোজক।
এছাড়াও সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন বিবিসির বহু সংবাদদাতা। তাদের পাঠানো তরতাজা প্রতিবেদন, তথ্য, বিশ্লেষণ ইত্যাদি আমাদের অনুষ্ঠানে নিয়মিতভাবে পরিবেশন করা হয়।