Rahat Rakibul
Rahat

reviewed মেল্টিং পট
2 এপ্রিল, 2019

5.00
জাপানিজ এন্ড কোরিয়ান ফুড এর আসল টেস্ট পেতে হলে এখানে আসতেই হবে!! 😍 আসল টেস্ট বলার পিছনে কারণ হচ্ছে- এই রেস্টুরেন্ট এর মালিক ২০ বছর জাপান এ ছিলেন এবং কোরিয়া তে আসা যাওয়া ছিল. এখনো তার জাপানে রেস্টুরেন্ট আছে!! 😯 তিনি জাপানি কালচারের ফুড, 😍 কোরিয়ান কালচারের ফুড 😍 খুব রিজনেবল প্রাইস এ আমাদের দেশ এ ওপেন করেছে! 😌 আমি তাদের দুটি আইটেম ট্রাই করেছি!! #japanesetorinikuramen ৮.৫/১০ 😍😋 চিকেন,মাশরুম,নুডলস,এগ, ভেজিটেবল ইত্যাদি কম্বিনেশন এ সেই একটা ফ্লেবার ছিল!! যতটুকু বুঝলাম সো হেলদি ফুড এটা! 😇 #প্রাইস- ২৯০ #chickenNanban_tartarsauce ৯/১০ 😋 এটা হলো ফ্রাইড চিকেন ৮ পিস উইথ টারটার সস এন্ড ডিফ্রেন্ট সালাদ!! #প্রাইস- ২৫০ এক ঘেয়ামি চিকেন এর টেস্ট চেঞ্জ করতে মাস্ট ট্রাই ☺ এই সব কালচারাল ফুড অনেকের ভালো না লাগতে পারে!! যারা বাইরের কালচার ফুড খেতে অভস্ত না তারা না যাওয়া ই ভালো!! প্লেস- Melting Pot সিমান্ত সম্ভার ৯বম তলা! জিগাতলা রাইফেলস স্কয়ার মার্কেট এর পিছনে.
Rahat Rakibul
Rahat

reviewed হট চিকজ
24 মার্চ, 2019

5.00
পাস্তা আর চাওমিন লাভাররা কোথায়??? 😍 রিজনেবল প্রাইস এ স্পেশাল পাস্তা খেতে চাইলে এখানে যেতেই হবে!! একবার না দুইবার যেতে হবে!! 😋 তাদের ইতালিয়ান মিস্কড পাস্তা এত স্পেশাল হওয়ার কারন ্মাত্র ১৬০টাকায় তারা পাস্তা চেয়ে মাশরুম, চিকেন, প্রন, কাজু বাদাম, চিজ , থ্রি কালার ক্যাপ্সিকাম এর কম্বিনেশন এত জুস লেভেল এর ছিল না খেলে বুঝতে পারবে না!! 😋😋 তাদের মিক্সড প্রিমিয়াম চাওমিন/ নুডুলস টায় ও চিকেন এর পরিমাণ ভালো ছিল!! এবার আসি তাদের ডেকেরেশন এ তাদের চেয়ার টেবিল ছিল আনকমন , কারন সব কিছুই বাঁশ দিয়ে বানানো, এছাড়া টেবিল একুরিয়াম ছিল পুরাই অবাক করার মত!! 😮 #MRRAHAT আমার নাম বললেই তাদের মেনুর সব আইটেম এর উপর ১০% ছাড় পাবেন!! 😇 তাই ঘুরে আসতে পারেন ওয়ারী এই নতুন ক্যাফ এ তে!! প্রাইস- পাস্তা মিনি ইতালিয়ান- ১৬০, চাওমিন- টেস্ট- পাস্তা ৮/১০ ,চাওমিন- ৭/১০ প্লেস- Hot Chickz ওয়ারী জয়কালী মন্দির এর পাশে।
Rahat Rakibul
Rahat

reviewed ক্যাফে খিলগাঁও
23 মার্চ, 2019

5.00
কালো ভুনা খুঁজতে খুঁজতে দুই বন্ধু চলে গেলাম ক্যাফে খিলগাও তে!! বন্ধু খাবে খিচুরি আর আমি খাবো পোলাও!! 😋 এই ক্যাফ এর সুনাম অনেক আগে থেকেই!! 🤗 বিভিন্নধরনের অফার তো থাকেই তাদের লিস্ট এ!! মজার একটা ব্যাপার হলো এই ক্যাফতে কম খরচে ফ্রেন্ডস অ্যান্ড ফেমলি নিয়ে খাওয়া যাবে!! ❤ তাদের সুন্দর সুন্দর নাম আছে বিভিন্ন প্লেটার আকারে! যেমন- আমি,তুমি,সে এটি ১ঃ৩ জন 😍 আমরা নিয়ে ছিলাম - বম্বে চিকেন পোলাও প্লেটার ১ঃ২ সাথে এড করেছি কালা ভুনা!! 😍😋 আসি খাবার এর কথায় এই প্লেটার এ থাকছে- ১- চিকেন আচারি উইথ এগ ২- ঝঝুরঝুরে পোলাও / খিচুরি ৩- টমেটো চাটনি ও লইটা শুটকি ৪- বোরহানি আমরা কালো ভুনা এড করেছি সাথে!! মুরগি টা ছিল আচারি ৭.৫/১০ 😋 পোলাও ৮/১০ 😘 খিচুরি ৬.৫/১০ 😪 কালো ভুনা ৮/১০😋 শুটকি কারি ১০/১০ 😘 টমেটো চাটনি ৮/১০ 🤤 বোরহানি ২/১০ 😑 এভারেজ এর নিচে!! প্রাইস- মেনুতে দেয়া আছে! তাদের প্লেস গুছানো 👌 ব্যবহার 👌 প্লেস- Cafe Khilgaon লোকেশন- খিলগাও রেলগেট থেকে তিলাপাড়া দিকে যেতে হাতের বাম এ!