Novoair best in Bangladesh.I love seeing planes take off and land for some reason.oh…….the good is everything is fine.Novoair are so graceful.Gorgeous airplane.My novoair journey is beautiful and comfortable.Still amazed how Novoair takes off incredible.
- English
- |
- Business Dashboard
- |
- For Companies
- |
- Blog
- |
Mushfiq
reviewed
Dhaka University Archive
23 এপ্রিল, 2021
প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাবি এদেশের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয়।বহু লেখক-সাহিত্যিক, কবি, জ্ঞানী-গুণী, বৈজ্ঞানিক, রাজনীতিবিদের জন্ম এ পীঠস্থানে।ঢাকা শহরের প্রাণকেন্দ্রে যার অবস্থান।উপাচার্য ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের জ্ঞানচর্চা, অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতার আলোকে প্রারম্ভ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরবের সাথে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।কিছু অনিয়ম প্রত্যক্ষ হলেও বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যার অবদান অপরিসীম।ডাকসু আমাদের যে শিক্ষা দিয়েছে তা সমাজের প্রগতিশীল অংশকে সঠিক পথে নিয়ে গিয়েছে।তার ক্যাম্পাস জুড়ে ধারণ করে আছে এমন কিছু ভাস্কর্য ও স্থাপনা যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এবং বাংলাদেশের ঐতিহ্যকে লালন করছে।রাজনীতির জায়গা টিএসসি এমনকি পড়াশুনোরও জায়গা।বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভবিষ্যত নির্ধারিত হয় এখানে।বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ঢাবিকে এক কথায় বলা যায়- সামগ্রিকতা।সব ধর্ম ও সংস্কৃতির শিক্ষার্থীদের পড়াশুনোর অবাধ সুযোগ রয়েছে এখানে।এই সর্বোচ্চ বিদ্যাপীঠের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল বিধায় উচ্চশিক্ষা অনিশ্চিত নয়।যার দেশবিখ্যাত ভাস্কর্যগুলো হলো- অপরাজেয় বাংলা, সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, দোয়েল চত্ত্বর, স্বোপার্জিত স্বাধীনতা প্রভৃতি।
Mushfiq
reviewed
পারটেক্স ফার্নিচার
6 অক্টোবর, 2020
পারটেক্স ফার্নিচারের রয়েছে নানান ধরণের পণ্য।এর মধ্যে রয়েছে সোফা, খাট, কিচেন ক্যাবিনেট, দরজা, ডাইনিং টেবিল, ইন্ডাস্ট্রিয়াল ও অফিস ফার্নিচার।এ ফার্নিচার ব্র্যান্ডের রয়েছে সাশ্রয়ী মূল্য ও আকর্ষণীয় অফার।এদের বিশেষত্বের লিভিং সেকশনের রয়েছে সেন্টার টেবিল, সু র্যাক, ডিসপ্লে সেলফ, দুই সিটের সোফা ইত্যাদি।এগুলো অধিকাংশই দীর্ঘস্থায়ী। ফার্নিচারগুলো টেকসই ও মজবুত।এগুলো যুগোপযোগী হয়েছে আধুনিক মানের ডিজাইনের কারণে।বেডরুম সেকশনে রয়েছে বেডরুম চেয়ার, কিং সাইজ বেড, বেড কুইন ও বেড কিং ইত্যাদি।পারটেক্স ফার্নিচারের জন্মদাতা প্রতিষ্ঠান হলো পারটেক্স স্টার গ্রুপ যা ১৯৯৯ সালে তৈরি হয়েছিল।তারা স্বল্পমূল্যে তাদের পণ্য সবসময় ক্রেতাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করে।পারটেক্স ফার্নিচার প্রতিবছরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন দেয়।তাদের আসবাবপত্রগুলো তৈরি হয় কাঠ, লেমিনেটেড বোর্ড ও শিট মেটাল দ্বারা।বাংলাদেশের ক্রেতা-সাধারণের বক্তব্য তাদের আসবাবপত্র মানসম্মত।
Mushfiq
reviewed
Haltrip.com - HAL Travel Services Limited
1 সেপ্টেম্বর, 2019