
<p>গুলশানে আমার অফিসের পাশেই ছিলো আগোরা। মাঝে মাঝে অফিস শেষে যেতাম কিছু টুকিটাকি জিনিস কিনতে । ভালই ছিল ওদের সার্ভিস। তবে আমার বিদেশি কলিগরা দেখতাম খুব পছন্দ করতো। দামাদামি করার ঝামেলা নেই এই জন্যই বোধহয় । এটা ২০১০ সালের দিকের কথা। এখন ওদের সার্ভিস কেমন জানিনা।</p>