
Emam
reviewed
Mohaimid Medical Center
21 অক্টোবর, 2021
আমি মেডিক্যাল এর জন্য গিয়েছিলাম আরও দুই সপ্তাহ আগে এখনো আমার রিপোর্ট ই দিচ্ছে না। অথচ আমি এর আগেও মেডিক্যাল করেছিলাম মাত্র দুই দিনেই রিপোর্ট দিয়েছিল তারা। আমার প্রশ্ন হচ্ছে যেই রিপোর্টের মেয়াদ ই তিন মাস থাকবে সেই রিপোর্ট দিতে কেনো এতদিন সময় নিবে! আমাদের সময়ের কি কোনো মূল্য নেই? আর এই মেডিক্যাল এর চাকরদের মানে চাকরিজীবিদের কথায় এত অহংকার থাকবে কেন? তাদের ব্যবহারে কোনো রকম আন্তরিকতা নেই! সম্পূর্ণভাবে দায়িত্বহীনতার সাথে কাজ করে। ভূল করলেও তা স্বীকার করে না বরং দায়সারাভাবে কথা বলে। মোহাইমিড মেডিক্যাল সেন্টার এর কোন যোগ্যতাই নেই প্রবাসীদের মেডিক্যাল পরিক্ষা করার! #মোহাইমিড_মেডিক্যাল_সেন্টার