
Md
reviewed
উত্তরা মোটরস লিমিটেড
26 আগস্ট, 2021
আমি বাজাজের ABS Pulsar বাইক কিনে ১ম সার্ভিসিং করতে গিয়ে এখন দেখছি বাজাজের বাইক কিনে অনেক বড় ভুল করেছি। বাজাজের সার্ভিসিং যে এত খারাপ জানা ছিল না। ১ম সার্ভিসিং এ শুধু ইয়ার ফিল্টার পরিষ্কার করে দিছে আর কিছু না। তারপর বলছে সিগনেট খাওয়ার টাকা দাও। আমি +88-09678-333888 এই নম্বরে কল করে অভিযোগ করেছি কিন্তু কোন কাজ হয় নাই। তাই বলছি বাজাজের বাইক কিনার আগে ভেবে কিনবেন সবাই। সার্ভিসিং নামে মানুষের সাথে খেলা করে। ১০-২০ বছরের বাচ্চা দিয়ে বাইক সার্ভিসিং করাই। একটা করে বাইক সার্ভিসিং করতে কয়েক মিনিট লাগে। ইয়ার ফিল্টার পরিষ্কার ছাড়া আর কিচ্ছু করে না।