Mushfiq Borat
Mushfiq

reviewed Dhaka University Archive
23 এপ্রিল, 2021

5.00
শিক্ষাক্ষেত্রে অনন‍্য ঢাবি
প্রাচ‍্যের অক্সফোর্ডখ‍্যাত ঢাবি এদেশের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয়।বহু লেখক-সাহিত‍্যিক, কবি, জ্ঞানী-গুণী, বৈজ্ঞানিক, রাজনীতিবিদের জন্ম এ পীঠস্থানে।ঢাকা শহরের প‍্রাণকেন্দ্রে যার অবস্থান।উপাচার্য ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের জ্ঞানচর্চা, অক্লান্ত পরিশ্রম ও অভিজ্ঞতার আলোকে প্রারম্ভ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গৌরবের সাথে তার অগ্রযাত্রা অব‍্যাহত রেখেছে।কিছু অনিয়ম প্রত‍্যক্ষ হলেও বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যার অবদান অপরিসীম।ডাকসু আমাদের যে শিক্ষা দিয়েছে তা সমাজের প্রগতিশীল অংশকে সঠিক পথে নিয়ে গিয়েছে।তার ক‍্যাম্পাস জুড়ে ধারণ করে আছে এমন কিছু ভাস্কর্য ও স্থাপনা যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এবং বাংলাদেশের ঐতিহ্যকে লালন করছে।রাজনীতির জায়গা টিএসসি এমনকি পড়াশুনোরও জায়গা।বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভবিষ্যত নির্ধারিত হয় এখানে।বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ঢাবিকে এক কথায় বলা যায়- সামগ্রিকতা।সব ধর্ম ও সংস্কৃতির শিক্ষার্থীদের পড়াশুনোর অবাধ সুযোগ রয়েছে এখানে।এই সর্বোচ্চ বিদ‍্যাপীঠের ভবিষ‍্যত অত‍্যন্ত উজ্জ্বল বিধায় উচ্চশিক্ষা অনিশ্চিত নয়।যার দেশবিখ‍্যাত ভাস্কর্যগুলো হলো- অপরাজেয় বাংলা, সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, দোয়েল চত্ত্বর, স্বোপার্জিত স্বাধীনতা প্রভৃতি।