Mushfiq Borat
Mushfiq

reviewed পারটেক্স ফার্নিচার
6 অক্টোবর, 2020

4.00
বাংলাদেশের পরিচিত ব্র্যান্ড
পারটেক্স ফার্নিচারের রয়েছে নানান ধরণের পণ্য।এর মধ্যে রয়েছে সোফা, খাট, কিচেন ক্যাবিনেট, দরজা, ডাইনিং টেবিল, ইন্ডাস্ট্রিয়াল ও অফিস ফার্নিচার।এ ফার্নিচার ব্র্যান্ডের রয়েছে সাশ্রয়ী মূল্য ও আকর্ষণীয় অফার।এদের বিশেষত্বের লিভিং সেকশনের রয়েছে সেন্টার টেবিল, সু র‌্যাক, ডিসপ্লে সেলফ, দুই সিটের সোফা ইত্যাদি।এগুলো অধিকাংশই দীর্ঘস্থায়ী। ফার্নিচারগুলো টেকসই ও মজবুত।এগুলো যুগোপযোগী হয়েছে আধুনিক মানের ডিজাইনের কারণে।বেডরুম সেকশনে রয়েছে বেডরুম চেয়ার, কিং সাইজ বেড, বেড কুইন ও বেড কিং ইত্যাদি।পারটেক্স ফার্নিচারের জন্মদাতা প্রতিষ্ঠান হলো পারটেক্স স্টার গ্রুপ যা ১৯৯৯ সালে তৈরি হয়েছিল।তারা স্বল্পমূল্যে তাদের পণ্য সবসময় ক্রেতাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করে।পারটেক্স ফার্নিচার প্রতিবছরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন দেয়।তাদের আসবাবপত্রগুলো তৈরি হয় কাঠ, লেমিনেটেড বোর্ড ও শিট মেটাল দ্বারা।বাংলাদেশের ক্রেতা-সাধারণের বক্তব্য তাদের আসবাবপত্র মানসম্মত।