Akash Rahman
Akash

রিভিউ করেছেন বেনজিন রিং সোসাইটি
3 এপ্রিল, 2020

5.00
মহাবিশ্বের গাঠনিক অবস্থা
মহাবিশ্বের মূল গাঠনিক উপাদান হলো গ্যালাক্সি।একটি গ্যালাক্সিতে সাধারণত একশো বিলিয়ন নক্ষত্র থাকে।যেমন- সূর্য একটি নক্ষত্র।এরকমই একটি মিল্কিওয়ে গ্যালাক্সিতে আমাদের পৃথিবী নামক গ্রহটি অবস্থিত।আসলেই গ্যালাক্সিগুলো পরস্পর থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব প্রসারিত হচ্ছে।এ কারণেই অনুমান করা হয়, গ্যালাক্সিগুলো নিশ্চয়ই কোনো এক সময়ে একত্রিত অবস্থায় ছিল।তাই বিগ ব্যাং-এর পরপরই মহাবিশ্ব কেমন ছিল তাড়িতচৌম্বক তরঙ্গের আচরণ থেকে তার কোনো তথ্য হাসিল করা সম্ভব নয়।কিন্তু মহাকর্ষ তরঙ্গের ক্ষেত্রে এ ধরণের কোনো সমস্যা নেই, কারণ মহাবিশ্বের একেবারে শুরুতে উচ্চ ঘনত্ব যেমন এই তরঙ্গকে আটকে রাখতে পারেনি তেমনি ব্ল্যাকহোলের উচ্চ ঘনত্বেও এই তরঙ্গ আটকা পড়ে থাকবে না।প্রকৃতপক্ষে মহাকর্ষীয় তরঙ্গ অনুপ্রস্থ বা অনুদৈর্ঘ্য কোনো তরঙ্গই না।এটিকে বলা হয়, কোয়াড্রুপল ওয়েভ।