Sylvia Zinnia
pizza এমন একখানা খাবার , যা আপনাকে গ্রুপে খেতে হবে একে তো এর আকাশছোঁয়া দাম ( সব ক্ষেত্রে নয়) এবং সাধারণত বড় এবং মানসম্পন্ন পিজা বেশ দামি হয় । বৃষ্টিতে আটকা পড়ে সীমান্ত সম্ভারের ফুড কোর্টে যেতে হয়েছিল। এখানে বলা ভাল আমি ফুড কোর্ট চরম অপছন্দ করি, বসুন্ধরা র অহেতুক ডাকাডাকি এবং নানারকম খাবারের মিক্সড গন্ধ আমার ভাল লাগে না। তারপর যমুনা ফিউচার এর অন্ধকারাচ্ছন্ন ফুড কোর্ট ও আমার ভাল লাগে না। সীমান্ত স্কয়ারের ছাদ থেকে লেকের এবং আকাশের ভিউ ভাল হলেও , অতি বৃষ্টিতে আসলে অবস্থা ভাল থাকে না। সে তুলনায় তুলনামুলক প্রাইসি হলেও সীমান্ত সম্ভারের ফুড কোর্ট বেশ ক্লাসি, এবং তারা মাছের বাজারের মত ব্যাবহার করে না। Street Oven sells most affordable pizza .কিন্তু বসার জায়গা কখনই ভাল ছিল না, কিন্তু সীমান্ত সম্ভারে র বসার জায়গা ভাল। ওদের প্রাইস রেঞ্জ খুবি বাজেট ফ্রেন্ডলি, এবং আমি মাত্র ১৪০ টাকার পিজ্জায় বড় ফ্লেভারেড পিজ্জার স্বাদ পেয়েছি। ক্রাস্ট খুবি নরম ছিল, যা আমার ভাল লাগে। যারা ডমিনস বা পিজ্জা হাতের মোটা ক্রাস্ট ভালবাসেন তাদের ভাল নাও লাগতে পারে। So ratings price-10/10. Food 8/10. Environmental 9/10