Rahat Rakibul
Rahat

রিভিউ করেছেন মেল্টিং পট
2 এপ্রিল, 2019

5.00
জাপানিজ এন্ড কোরিয়ান ফুড এর আসল টেস্ট পেতে হলে এখানে আসতেই হবে!! 😍 আসল টেস্ট বলার পিছনে কারণ হচ্ছে- এই রেস্টুরেন্ট এর মালিক ২০ বছর জাপান এ ছিলেন এবং কোরিয়া তে আসা যাওয়া ছিল. এখনো তার জাপানে রেস্টুরেন্ট আছে!! 😯 তিনি জাপানি কালচারের ফুড, 😍 কোরিয়ান কালচারের ফুড 😍 খুব রিজনেবল প্রাইস এ আমাদের দেশ এ ওপেন করেছে! 😌 আমি তাদের দুটি আইটেম ট্রাই করেছি!! #japanesetorinikuramen ৮.৫/১০ 😍😋 চিকেন,মাশরুম,নুডলস,এগ, ভেজিটেবল ইত্যাদি কম্বিনেশন এ সেই একটা ফ্লেবার ছিল!! যতটুকু বুঝলাম সো হেলদি ফুড এটা! 😇 #প্রাইস- ২৯০ #chickenNanban_tartarsauce ৯/১০ 😋 এটা হলো ফ্রাইড চিকেন ৮ পিস উইথ টারটার সস এন্ড ডিফ্রেন্ট সালাদ!! #প্রাইস- ২৫০ এক ঘেয়ামি চিকেন এর টেস্ট চেঞ্জ করতে মাস্ট ট্রাই ☺ এই সব কালচারাল ফুড অনেকের ভালো না লাগতে পারে!! যারা বাইরের কালচার ফুড খেতে অভস্ত না তারা না যাওয়া ই ভালো!! প্লেস- Melting Pot সিমান্ত সম্ভার ৯বম তলা! জিগাতলা রাইফেলস স্কয়ার মার্কেট এর পিছনে.