Abu Darda
Abu

রিভিউ করেছেন সেবা এক্স ওয়াই জেড
24 মার্চ, 2019

4.00
সেবার সার্ভিস সবসময় ভাল লাগে, শুধু একটা ব্যাপারে কিছুটা ভাবায় তা হলো, পুরানা এসি হলে, যেকোন সার্ভিসিং এ প্রাইসিং এ এগ্রি হবার পরও, অনেক সময় সার্ভিস প্রোভাইডার যারা তারা বাড়তি বিল চেয়ে বসে। গত ২১ তারিখে এসি বেসিক সার্ভিসিং (২০০ টাকা ডিস্কাউন্ট ছিল) করার পরেও, বিভিন্ন কারন দেখিয়ে ৬০০ টাকার (৫৯৯/-) বিলে এডিশনাল ওয়ার্ক এর জন্য ২৫০০ টাকা চেয়েছিল (গ্যাস চার্জ সহ), যদিও তাদের প্যাকেজ এ গ্যাস চার্জ এর মুল্য ১৫০০ থেকে ২০০০ টাকার মাঝে। এছাড়া সার্ভিস কোয়ালিটি, ব্যবহার বা টাইমিং সব ভাল ছিল।