Rahat Rakibul
Rahat

রিভিউ করেছেন ক্যাফে খিলগাঁও
23 মার্চ, 2019

5.00
কালো ভুনা খুঁজতে খুঁজতে দুই বন্ধু চলে গেলাম ক্যাফে খিলগাও তে!! বন্ধু খাবে খিচুরি আর আমি খাবো পোলাও!! 😋 এই ক্যাফ এর সুনাম অনেক আগে থেকেই!! 🤗 বিভিন্নধরনের অফার তো থাকেই তাদের লিস্ট এ!! মজার একটা ব্যাপার হলো এই ক্যাফতে কম খরচে ফ্রেন্ডস অ্যান্ড ফেমলি নিয়ে খাওয়া যাবে!! ❤ তাদের সুন্দর সুন্দর নাম আছে বিভিন্ন প্লেটার আকারে! যেমন- আমি,তুমি,সে এটি ১ঃ৩ জন 😍 আমরা নিয়ে ছিলাম - বম্বে চিকেন পোলাও প্লেটার ১ঃ২ সাথে এড করেছি কালা ভুনা!! 😍😋 আসি খাবার এর কথায় এই প্লেটার এ থাকছে- ১- চিকেন আচারি উইথ এগ ২- ঝঝুরঝুরে পোলাও / খিচুরি ৩- টমেটো চাটনি ও লইটা শুটকি ৪- বোরহানি আমরা কালো ভুনা এড করেছি সাথে!! মুরগি টা ছিল আচারি ৭.৫/১০ 😋 পোলাও ৮/১০ 😘 খিচুরি ৬.৫/১০ 😪 কালো ভুনা ৮/১০😋 শুটকি কারি ১০/১০ 😘 টমেটো চাটনি ৮/১০ 🤤 বোরহানি ২/১০ 😑 এভারেজ এর নিচে!! প্রাইস- মেনুতে দেয়া আছে! তাদের প্লেস গুছানো 👌 ব্যবহার 👌 প্লেস- Cafe Khilgaon লোকেশন- খিলগাও রেলগেট থেকে তিলাপাড়া দিকে যেতে হাতের বাম এ!