- English
- |
- Business Dashboard
- |
- For Companies
- |
- Blog
- |
About
সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। বনভূমিটি, বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। এছাড়া এই বনভূমিতে বিখ্যাত সুন্দরী ও গোলপাতা গাছও পাওয়া যায়। এই বনের মৌমাছিদের তৈরি মৌচাক থেকে প্রচুর মধু সংগ্রহ করা হয় ইত্যাদি ইত্যাদি। বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন আমাদের জন্য প্রকৃতির এক অপরূপ দান। সুন্দরবন সম্পর্কে আমাদের অনেক ভুল ধারনা রয়েছে, অনেকেই মনে করেন শুধু গাছপাল আর সাগর দেখতে সুন্দরবন কেন যাবো.? তাই দেখা যায় আমাদের মধ্যে যত মানুষ কক্সবাজার গিয়েছে তার তুলনায় সুন্দর বন দেখতে যাওয়া মানুষের সংখ্যা খুবই কম। অন্য সব দর্শনীয় স্থানের মতো সুন্দরবনে চাইলেই যখন খুশি যাওয়া সম্ভব হয় না, এখানে অনেক বাধ্যবাধকতা রয়েছে। তাই টিম করে যেকোন ট্যুর কোম্পানির সাথে যাওয়া সহজতর। আবার জলদস্যুর গুজবে অনেকেই সুন্দরবন যেতে চায় না। তাদের জন্য জানিয়ে রাখা ভালো, জলদস্যুরা কখনোই পর্যটকদের কে আক্রমন করে না। আর পর্যটকদের নিরাপত্তা প্রদানের জন্য সরকারী গার্ড সব সময় থাকে। তাই যাদের সময় আছে তাদের রয়েল বেঙ্গল টাইগারের ভূমিতে স্বাগতম। একবার ঘুরে আসলে অবশ্যই আপনি বনের প্রাকৃতিক সৌন্দার্যে মুগ্ধ হবেন। আপনার মুগ্ধতাই আমাদের সার্থকতা। আমরা আপনাদেরকে সুন্দরবন ভ্রমনের ব্যাপারে সহযোগিতা প্রদান করবো।