Your Review and Rating Matters!

About

তাঁতি আর তাঁত

তাঁতি আর তাঁত- একটি অনলাইন ভিত্তিক ব্যবসায়িক কর্মকাণ্ড- যা  বাংলাদেশের এক সময়ের সাফল্যমণ্ডিত এবং বিখ্যাত টাংগাইল তাঁত নিয়ে কাজ করছে।" নদী-নালা, খাল বিল, গজারীর বন--টাংগাইল শাড়ি তার গরবের ধন"। কিন্তু সময়ের বিবর্তনে বাংলার ঐতিহ্যবাহী টাঙ্গাইল তাঁত দিন দিন তার সুনাম হারাচ্ছে। তাঁতি আর তাঁত-- টাংগাইল তাঁতের বিভিন্ন ধরনের শাড়ির সাথে আমাদের তরুন প্রজন্মের পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি সুলভ মূল্যে আসল তাঁতের শাড়ি ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে।টাংগাইল শাড়ি মানেই আমাদের তরুন প্রজন্মের কাছে কমদামী, সুতি শাড়ির কথা চিন্তা করেন। কিন্তু টাংগাইল এর তাঁতে মস্লিন, জামদানি, তসর, বালুচুড়ি, কাতান এবং সফট সিল্কসহ আরো কত ধরনের শাড়ি তৈরি হয় তা অনেকেই জানেন না।